বিবিসি হ্যাক করতে সাংবাদিককে বিপুল অর্থের প্রস্তাব হ্যাকারদের। প্রস্তাবে বলা হয়, এই কাজে সাহায্য করলে ওই সাংবাদিক এত বিপুল অর্থ পাবেন যে, সারা জীবনে আর কাজ করতে হবে না। এই অর্থ দিয়েই বাকি জীবন নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারবেন। সাধারণভাবে আমরা হ্যাকারদের যেসব আক্রমণ সম্পর্কে জানতে পারি তা হচ্ছে ডেটা বা অর্থ চুরি কিংবা বড় কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট অকেজো করে মুক্তিপণ আদায়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে আরও ভয়ংকর এক দিক, যাকে বলা হয় ‘ইনসাইডার থ্রেট’। হ্যাকিংয়ের ভাষায় যার অর্থ- ভেতরের কারও হাত ধরে হ্যাকারদের ঢুকে পড়া। আরও পড়ুন>>বিশ্বজুড়ে সরকারি সংস্থা-ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হামলার সতর্কতামার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীন, দাবি যুক্তরাষ্ট্রেরউগান্ডার কেন্দ্রীয় ব্যাংকের ১৭ মিলিয়ন ডলার চুরি করলো হ্যাকাররা সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বিবিসির সাইবার সাংবাদিক জো...