নারীরা গৃহস্থালিতে যে কাজ করেন, তা জিডিপির ১৬ দশমিক ১৪ শতাংশ। টাকার হিসাবে যা প্রায় সাত লাখ কোটি টাকা। নারীর গৃহস্থালির ‘অবৈতনিক’ কাজকেও জিডিপির হিসাবে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘স্বীকৃতির পথ লিঙ্গ সমতার দিকে প্রথম পদক্ষেপ’ শীর্ষক এক সংলাপে এ তথ্য উপস্থাপন করা হয়। সংলাপে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, কর্মক্ষেত্রে ব্যবস্থাপনার দিক দিয়ে পুরুষদের চেয়ে নারীরা বেশি সক্ষম। মেয়েরা শুধু ঘরের কাজই করে না, উৎপাদনও করে। তাই নারীরা যাতে তাদের কর্মক্ষেত্রে সন্তান রাখতে পারেন, তার জন্য...