আলমগীর কবির আওয়ামী লীগের কর্মসূচি পালন ও শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের জন্মদিন পালনে ব্যাংক থেকে অর্থ ডোনেশন দিতেন। ব্যাংকের কোটি কোটি টাকা খরচ করে তিনি বিজ্ঞাপন ছাপিয়েছেন হাসিনা পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে। নিজেকে হাসিনার আস্থাভাজন দাবি করে ২০ বছর দখল করে রেখেছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের পদ। আলমগীর কবির নিয়ম বহির্ভুতভাবে তার ছেলে রায়হান কবিরকেও বানিয়েছিলেন সাউথইস্ট ব্যাংকের পরিচালক। অভিযোগ আছে, আলমগীর কবির নিজের প্রভাব খাটিয়ে পরিবার-ঘনিষ্ঠ ও অযোগ্য প্রতিষ্ঠানকে নামে-বেনামে ঋণ দিয়েছেন, চলতি ঋণের সুদ মওকুফ করেছেন এবং ব্যাংকের সম্পদ ব্যবহারে সরাসরি কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। ব্যাংকের বিভিন্ন প্রকল্প ও ক্রয় কার্যক্রমেও তার একক নিয়ন্ত্রণ ছিল। এসব কর্মকাণ্ডের ফলে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, যার বড় অংশ পাচার হয়ে গেছে বিদেশে—কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়।...