রবিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল। এই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের পর থেকেই ভক্ত থেকে শুরু করে সেলিব্রিটিরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করছেন। সেই তালিকায় যোগ দিলেন বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনও। তবে তিনি শুধু ভারতের জয় উদ্যাপনই করেননি, পাকিস্তানি দল ও সাবেক তারকা পেসার শোয়েব আখতারকেও খানিকটা খোঁচা দিয়েছেন। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। এক বিশ্লেষণ অনুষ্ঠানে শোয়েব আখতার ভুল করে ক্রিকেটার অভিষেক শর্মার জায়গায় অভিনেতা অভিষেক বচ্চনের নাম বলে ফেলেন। তখন থেকেই বিষয়টি নিয়ে সমালোচনা আর ঠাট্টা চলছিল। এমনকি অভিষেক বচ্চন নিজেও মজা করে লিখেছিলেন, “স্যার, সম্মান রেখেই বলছি, আমি ক্রিকেট খেলতেই পারি না। এটা আমার দ্বারা সম্ভব নয়।” ভারতের জয়ের পর অমিতাভ বচ্চনও এবার খোঁচায় যোগ দিলেন। নাম...