পৃথিবীকে আমরা সাধারণত সমতল ভূমি হিসেবে দেখি। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা প্রায় ২৫০ মাইল ওপরে ভেসে পৃথিবীকে একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন। চীনের মহাপ্রাচীরের মতো কিছু বিখ্যাত স্থান মহাকাশ থেকেও সহজেই নজরে পড়ে। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন মহাকাশ থেকেও দেখা যায়। পেরু থেকে শুরু হয়ে ব্রাজিল হয়ে আটলান্টিক মহাসাগরে মিশে যাওয়া চার হাজার মাইলের বিশাল এই নদী প্রকৃতির অপরূপ দৃশ্য প্রদর্শন করে। জর্ডানের ওয়াদি রাম উপত্যকা ‘চাঁদের উপত্যকা’ নামে পরিচিত। বালু, গিরিখাত ও বেলেপাথরের পাহাড়ে গঠিত এই উপত্যকা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এবং মহাকাশ থেকেও সহজে দৃশ্যমান। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত গোল্ডেন গেট ব্রিজ মহাকাশ থেকেও দেখা যায়, বিশেষ করে শীতকালে কুয়াশা কম থাকলে। একইভাবে, গ্র্যান্ড ক্যানিয়নও মহাকাশ থেকে একটি দীর্ঘ নদীর মতো স্পষ্টভাবে নজরে আসে। অস্ট্রেলিয়ার...