পটুয়াখালীর মির্জাগঞ্জে আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত উপজেলা টাস্ক ফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বেলা ১২টায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রাসেল, মৎস্য অফিসার মো. মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম ফারুক মুন্সি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সি, উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর মাও. মো. সিরাজুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান জুয়েল, সাধারণ...