ওয়ালটন কম্পিউটারের 'ডাবল ধামাকা অফার' শুরু হয়েছে, যার আওতায় ক্রেতারা ওয়ালটন ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার ও স্পিকার কিনলেই পাচ্ছেন নিশ্চিত উপহার। সেইসঙ্গে অন্যান্য কম্পিউটার এক্সেসরিজে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। বিশেষ উপহার হিসেবে রয়েছে প্রতি মাসে একাধিক ব্র্যান্ড নিউ ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক পাওয়ার সুযোগ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলেছে, ওয়ালটন প্লাজা, অফিশিয়াল ওয়েবসাইট এবং ডিলার আউটলেট থেকে কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ কিনলে এ অফার উপভোগ করা যাবে চলতি বছরের শেষদিন পর্যন্ত। শনিবার বিকালে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত গ্র্যান্ড লঞ্চিং প্রেগ্রামে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে ৪৪ ধরনের আইটি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। এর মধ্যে রয়েছে ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ইলেকট্রিক বাইক, ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার,...