একসময় বিএনপির ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত বরিশাল-৫ (সদর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দলীয় কোন্দল, বিভক্তি ও প্রার্থী নির্ধারণে বিলম্ব সব মিলিয়ে বিপাকে পড়েছে বিএনপি। অন্যদিকে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করে সক্রিয় প্রচারে নেমে গেছে। মহানগর বিএনপির অভ্যন্তরে একাধিক গ্রুপ সক্রিয়। সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনসহ অন্তত ৬ জন নেতাই সদর আসনে মনোনয়ন প্রত্যাশী। ফলে, বিভক্তি আরও জটিল আকার নিয়েছে। মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারও নিজ পরিবার থেকে প্রার্থী চেয়েছেন বলে জানা গেছে। তাদের বিপরীতে জামায়াত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম...