২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম নীলফামারীতে ৫ লাখ ৫৯হাজার ৫৩৭টি শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে ৩ লাখ ৮০হাজার ৫’শ ৫টি এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত রয়েছে ১লাখ ৭৯হাজার ৩২টি। আগামী ১২অক্টোবর থেকে শুরু হবে টিকাদান কর্মসূচি। চলবে মাসব্যাপী। সোমবার দুপুরে (২৯ সেপ্টেম্বর) নীলফামারী ইপিআই মিলনায়তনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম এতে বক্তব্য দেন। অবহিতকরণ সভায় টিকাদান কর্মসূচির কার্যক্রম...