সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আবারও কড়া সমালোচনা করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সাকিবের সমালোচনা করে তার ফেসবুক পোস্ট দেওয়ার পর পালটা পোস্ট দেন বিশ্বসেরা ক্রিকেটার। এর একদিন পর আবার সাকিবের আওয়ামী লীগের হয়ে সংসদ নির্বাচন করা, শেয়ার বাজারসহ নানা আর্থিক কেলেকাংরিতে নাম আসার প্রসঙ্গ তুলে সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুকে পোস্ট দেন আসিফ। সাকিবকে উদ্দেশ করে আসিফ লিখেছেন, আইন সবার জন্য সমান। এটা মোকাবেলা করুন (Face it)। সাকিব আল হাসানের নির্বাচন করার প্রসঙ্গ নিয়ে যুব-ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। ‘- তবে এই কথা সাকিব নিজে বলেছেন না অন্য কেউ বলেছেন তা পোস্টে পরিষ্কার না করলেও পরেই আসিফ লিখেছেন, ‘You know who.’...