জুতা, ব্যাগ, ইলেকট্রনিক্স কিংবা ওষুধের বাক্স খুললেই ভেতরে ছোট ছোট সাদা প্যাকেট পাওয়া যায়। এগুলো হলো সিলিকা জেল প্যাকেট। সাধারণত মানুষ এগুলোকে অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সিলিকা জেল আর্দ্রতা শোষণ করে নানা জিনিসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। তাই এগুলো ফেলে না দিয়ে সংগ্রহে রাখা উচিত। সিলিকা জেল মূলত আর্দ্রতা শোষণের মাধ্যমে ভেজাভাব ও দুর্গন্ধ প্রতিরোধ করে। ঘড়ি, ক্যামেরা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, গহনা কিংবা চামড়ার জিনিসপত্রের কাছে রাখলে এগুলো দীর্ঘদিন ভালো থাকে। এমনকি ভেজা কাপড় বা ব্যাগে সিলিকা জেল রাখলে আর্দ্রতা দ্রুত শুকিয়ে যায়। গবেষকরা বলছেন, অনেকেই না জেনেই এই ছোট্ট প্যাকেটটি ডাস্টবিনে ফেলে দেন। অথচ এটি পুনঃব্যবহারযোগ্য। সূর্যের আলোয় কিছুক্ষণ শুকিয়ে নিলে বা হালকা গরমে...