রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যাংক গ্যারান্টির বিপরীতে এসব প্রতিষ্ঠান এখন শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্ত মেনে যেসব রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নেওয়া সম্ভব নয়, তারা শুল্ক ও কর পরিশোধ ছাড়াই কাঁচামাল বা পণ্য আমদানি করতে পারবে। তবে শুল্কমুক্ত এই সুবিধা পেতে আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানিকৃত পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত শুল্ক-কর...