ভারতের নবম এশিয়া কাপ জয় দিয়ে শেষ হলো ২০২৫ আসর। টুর্নামেন্টজুড়ে আধিপত্য দেখিয়ে সূর্যকুমার যাদবের দল শিরোপা জিতলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একঝাঁক পারফর্মার। পারফরম্যান্সের ভিত্তিতে গড়া হয়েছে টুর্নামেন্টের সেরা একাদশ, যেখানে ছয়জন ভারতীয় জায়গা পেয়েছেন। পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন কেবল শাহীন শাহ আফ্রিদি। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। অভিষেক শর্মা (ভারত)৭ ম্যাচে ৩১৪ রান, গড় ৪৪.৮৫, স্ট্রাইক রেট ২০০পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক অভিষেক শর্মা ছিলেন ভারতের ব্যাটিংয়ের ভরসা। পাওয়ারপ্লেতে বিধ্বংসী ব্যাটিং করে প্রতিটি ম্যাচে দলকে এগিয়ে দিয়েছেন।পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা)৬ ম্যাচে ২৬১ রান, গড় ৪৩.৫০, স্ট্রাইক রেট ১৬০.১২একমাত্র সেঞ্চুরি হাঁকানো ব্যাটার। ভারতের বিপক্ষে তার সেঞ্চুরি দলকে লড়াইয়ে রেখেছিল। স্থিরতা ও পরিমিত ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে অভিষেকের পারফেক্ট সঙ্গী। সূর্যকুমার যাদব (ভারত, অধিনায়ক)৭ ম্যাচে ৭২ রানব্যাট হাতে তেমন রান না এলেও নেতৃত্বগুণে সেরা একাদশে...