বরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামের এক কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রবিবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আরো পড়ুন:এএসপি নাজমুস সাকিবকে গ্রেপ্তার দাবি ভুক্তভোগী নারীরশুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এএসপি নাজমুস সাকিবকে গ্রেপ্তার দাবি ভুক্তভোগী নারীর শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কবাই ইউনিয়নের উত্তর কবাই গ্রামের মন্নান হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার, তার ভাই শামিম হাওলাদার এবং একই গ্রামের শাহজাহান খানের ছেলে শওকত খান। সোহেল খানের স্ত্রী সাজেদা বেগম জানান, শনিবার রাত ১১টার দিকে প্রতিবেশী শাহীন হাওলাদার তার স্বামীকে লোক দিয়ে বাড়ি থেকে...