এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ দলও থাকতে পারত। কিন্তু অলিখিত সেমিফাইনালে রূপ নেওয়া সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে খুবই হতাশাজনকভাবে হেরে যায় তারা। পাকিস্তানের করা মাত্র ১৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১২৪ রানে। মাত্র ১১ রানের হারে ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে যায়। গতকাল এশিয়া কাপ ফাইনালের পর দুবাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের হার নিয়ে আক্ষেপ ঝরেছে আমিনুলের কণ্ঠেও, ‘আমাদের ফাইনাল খেলার একটা ভালো সুযোগ ছিল। সেই যোগ্যতাও ছিল দলের। তারপরও সামনে এগিয়ে যেতে হবে।’ আমিনুল মনে করেন, বাংলাদেশ দলটা নতুন, প্রতিদিনই উন্নতি করছে। ব্যাটিং দুর্বলতার বিষয়ে আমিনুল বলেন, ‘গৌতম গম্ভীর (ভারতের প্রধান কোচ) আমাকে একটা পরামর্শ দিলেন—আমাদের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করা হয়। আমিও তাঁর সঙ্গে একমত।’ তবে সব মিলিয়ে দলের পারফরম্যান্সে সন্তুষ্টিই প্রকাশ...