শান্তির প্রতীক হয়ে ওঠার কথা ছিল পার্বত্য চট্টগ্রাম। অপার প্রাকৃতিক সৌন্দর্য আর বহুমাত্রিক সংস্কৃতির মেলবন্ধন এই জনপদকে সবসময়ই আলাদা করেছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—এ অঞ্চল বারবারই রক্তপাত, সংঘাত আর সহিংসতার সাক্ষী হয়ে উঠছে। সম্প্রতি খাগড়াছড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে যে সহিংসতা দেখা গেল, তা আবারও আমাদের সামনে প্রশ্ন তুলে ধরেছে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা এবং আস্থার সেতু নির্মাণ করা। যেখানে প্রতিটি পাহাড়ি মানুষ নিজেকে নিরাপদ ও মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে অনুভব করবে। খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার পর থেকেই পাহাড়ি জনপদ আবারো উত্তপ্ত হয়ে উঠে। গত শনিবার জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধকে ঘিরে উত্তেজনা চরম আকার ধারণ করে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ, পাল্টা ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা, এমনকি গুলিবর্ষণের মধ্য দিয়ে পরিস্থিতি সহিংসতায় গড়ায়।...