জয়পুরহাটে গানের লাইন বলার কারণে কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির এক শিক্ষক। এ ঘটনায় প্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষক ও পরিচালকের কর্মরত আত্মীয়রাও শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ওমর ফারুক ওরফে পি.কের দিকে। এছাড়া আবাসিক হলে শিক্ষার্থীদের নির্যাতনে অংশ নেন পরিচালক ও প্রধান শিক্ষক রবিউল ইসলামের কর্মরর্ত ঘনিষ্ঠ আত্মীয় আশিকুর, এমদাদ ও বাশার। শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্তরা পরিচালকের নিকট আত্মীয় হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি প্রধান শিক্ষক রবিউল ইসলাম। আজ মারধরের পর পুলিশ গিয়ে পরিচালক ও প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তিনি বাসায় ফিরে আসেন। দশম শ্রেণির শিক্ষার্থী রেজাউন জান্নাত রাব্বি বলেন, সকালে শিক্ষক আসতে দেরি করায় আমি গান গাইছিলাম। হঠাৎ স্যার এসে আমাকে...