অনেকেই মনে হরেন অর্থের ইতিহাসটা খুব সহজ এক সরলরেখা, যেখানে মানুষ শুরুতে জিনিসপত্র বিনিময় করত, এরপর মুদ্রা আবিষ্কার করল, তারপর কাগজের অর্থ এল, এরপর কার্ড ও ডিজিটাল লেনদেনের যুগে প্রবেশ করল মানুষ। কিন্তু নতুন গবেষণা বলছে, এই পরিচিত গল্পটি বাস্তবতার চেয়েও বেশি মিথের মতো। কারণ, অর্থের ইতিহাসকে নতুন করে লিখেছে তিনটি প্রাচীন সভ্যতার টালি স্টিক বা খোঁচানো কাঠের ছড়ি। ‘ইউনিভার্সিটি অফ অ্যালবানি’র অ্যানথ্রোপোলজি বিভাগের অধ্যাপক রবার্ট এম. রোজেনসউইগের পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে, প্রাচীন কাঠ ও হাড়ের তৈরি বিভিন্ন টালি স্টিক, যেগুলো সাধারণত ইংল্যান্ড, চীন ও মায়া সভ্যতায় আলাদাভাবে ব্যবহার হত এগুলো অর্থের এক অন্যরকম গল্প বলছে। পণ্য বিনিময় থেকে অর্থ আবিষ্কারের পরিবর্তে এ গবেষণায় প্রমাণ মিলেছে, অর্থের ব্যবহার শুরু হয়েছিল বিভিন্ন দেশের সরকারের হাতিয়ার হিসেবে, যেমন– কর, ভাতা হিসাব...