সাইবার অপরাধের অন্ধকার জগতে ‘ইনসাইডার থ্রেট’ বা প্রতিষ্ঠানের ভেতরকার লোকজনকে কাজে লাগানোর কৌশল এমন একটি বিষয়, যা নিয়ে খুব কম মানুষ সরাসরি অভিজ্ঞতা অর্জন করেছেন। আর কথা বলতে চান আরও কম মানুষ। কিন্তু সম্প্রতি এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হন বিবিসির এক সাংবাদিক, যাকে সরাসরি প্রস্তাব দিয়েছিল আন্তর্জাতিক অপরাধী একটি হ্যাকার চক্র। জুলাই মাসে সিগন্যাল অ্যাপে হঠাৎই এক ব্যক্তি, যিনি নিজেকে ‘সিন্ডিকেট’ বলে পরিচয় দেন, তাকে লেখেন, আপনি আগ্রহী হলে আপনার পিসিতে আমাদের প্রবেশাধিকার দিয়ে কোনও মুক্তিপণ আদায়ে সাহায্য করলে আমরা আপনাকে ১৫ শতাংশ দেব। সাংবাদিক দ্রুত বুঝতে পারেন, এটি সাইবার অপরাধীদের প্রস্তাব—বিবিসির সিস্টেমে ঢুকে ডেটা চুরি বা ক্ষতিকর সফ্টওয়্যার ইনস্টল করে প্রতিষ্ঠানের কাছে বিটকয়েনের বিনিময়ে মুক্তিপণ দাবি করা, আর বিনিময়ে তাকে গোপনে একটি অংশ দেওয়া হবে। ওই সাংবাদিক সিন্ডিকেটের সাথে...