তোমার শ্বাসের ওঠানামাধৈবত সুরে সুরে কাঁপেবুকের গড়ন অবিকলআমার সৃজন হাত' মাপে।গ্রামীণ ছায়াপথ ধরে—কাহ্নপা হেঁটে যায় ধীরতোমার নবীনতম বুকেটেনে দেই প্রেমের শিবির। মায়াচোখে জল দেখে ভাবিওই বুঝি দাহ কেরোসিনএক্ষুণি পুড়ে যাবো আমিহয়ে যাবো হাওয়াতে বিলীন।আমার দখলে থাকা ভূমিশুনি আজ ভিনলোকে খায়তোমাকে প্রেমিকা ভেবে আজবুদ্ধও দুঃখী থেকে যায়— পাশের বাসার ছাদে দু'টো পায়রাকার্নিশে বসে ঠোঁট ঘষে প্রেম করছেতারই পাশে বিষণ্ণ এক মেয়েনিঃসঙ্গতায় একা একা পুড়ছে।চোখ জোড়া তার গাঢ় অন্ধকারমেঘগুলো যায় নিরুদ্দেশে ভেসেছায়া কিংবা মায়ার যতো কথামিলিয়ে যায় শান্ত চোখে এসে। ছাদের কোণে ছোট একটা গাছহাওয়ায় দুলছে বড্ড বেসামালতবুও আমার বলতে ইচ্ছে করেমেয়ের মুখেই সত্য মহাকাল।হঠাৎ দেখি পায়রা দু'টো নেই—!কখন কোথায় গেল যে হায়...