আলাউদ্দিন বাবু যখন বল হাতে পেলেন, ইনিংসের ১৩ ওভার ততক্ষণে পেরিয়ে গেছে। উইকেটের পতন হয়েছে ৫টি। বাকিটুকু কেবল তার একারই গল্প। বাকি ৫ উইকেট যে আদায় করে নিলেন তিনি একাই! তার মতো ৫ উইকেট না পেলেও দিনের আরেক ম্যাচে নজর কাড়েন মোহাম্মদ রুবেল। কবজির মোচড় আর আঙুলের টোকায় রহস্য ছড়িয়ে দারুণ বোলিংয়ে বিভ্রান্ত করেন তিনি ব্যাটসম্যানদের। আগুন ঝরানো কোনো বোলিং আলাউদ্দিন করেননি। গতি তো তার এমনিতেই বেশি নয়, সুইংও তেমন পাননি। তবে পরিস্থিতি বুঝে বুদ্ধিদীপ্ত বোলিং আর প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বাজে ব্যাটিং মিলিয়ে আলাউদ্দিন পেয়ে গেলেন ৫ উইকেট। সহজ জয়ের দেখা পেল তার দল রংপুর। সিলেটে জাতীয় লিগ টি-টোয়েন্টির ম্যাচটিতে বরিশাল বিভাগকে ১০৬ রানে গুটিয়ে দিয়ে রংপুর বিভাগ জিতে যায় ৬ উইকেটে। ৩৩ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ৫...