বাকপ্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো.ফরহাদ খান ইশারায় (বাকপ্রতিবন্ধীদের ভাষায়) ও সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান বলেন,‘শিবচরে প্রায় ৬’শত পুরুষ ও মহিলা বাকপ্রতিবন্ধী আছে। কিন্তু এদের মধ্যে উপজেলা সমাজসেবা অফিস থেকে ভাতা পায় ১৪ জন,তাও আবার গত চার মাস যাবত বন্ধ। বাকপ্রতিবন্ধী কল্যাণ সংস্থা থেকে উপজেলায় বেশ কয়েকবার বলার পরও তাদের কোন পদক্ষেপ নেই। তাই আমরা আজ তিন দফা দাবি নিয়ে দাড়িয়েছি। দাবিগুলো হলো:- ১/উপজেলায় সকল বাকপ্রতিবন্ধীদের ভাতায় তালিকাভুক্ত করতে হবে,২/মহিলা বাকপ্রতিবন্ধীদের সেলাই প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে,৩/বাকপ্রতিবন্ধীদের স্থায়ী অফিসের ব্যবস্থা করে দিতে হবে (কারণ তারা কথা বলতে পারে না, তাই হারিয়ে গেলে যেন ঐ অফিসে এসে বসতে পারে ও পরে তাদের খুঁজে পাওয়া যায় এবং তাদের নিজেদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য স্থায়ী এই অফিসটি খুবই দরকার)। হাত, মুখভঙ্গি...