ময়মনসিংহের ভালুকা উপজেলার তৃণমূল কর্মীরা বিএনপির দ্বৈতনীতি ও স্ববিরোধী অবস্থানের কারণে হতাশ। সুশীল সমাজ, পেশাজীবী ও বিবেকবান মানুষজনও দলের নীতিনির্ধারণী নেতৃবৃন্দের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন। ভালুকার ব্র্যাক এনজিওর নার্সারির জমি দখল ও বিভিন্ন মিল-ফ্যাক্টরিতে চাঁদাবাজির অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে দলের পক্ষ থেকে যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন। তবে বহিষ্কৃত বাচ্চু দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নিজস্ব দলবল নিয়ে দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ভালুকায় চাঁদাবাজি অব্যাহত রেখেছেন। ইদানীং লক্ষ করা যাচ্ছে যে, ফখরুদ্দিন বাচ্চু তৃণমূল কর্মীদের মাঝে ছড়িয়েছেন যে তিনি স্থায়ী কমিটির কয়েকজনকে ম্যানেজ করেছেন এবং মনোনয়ন পাবেন। গতকাল রবিবারও বাচ্চু পক্ষের ছাত্রদল নামধারী উচ্ছৃঙ্খল ছেলেরা ভালুকা থানার সামনে বিক্ষোভ করেছে। নাম প্রকাশে...