দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য হিট গান উপহার দেওয়া গায়ক আসিফ আকবর এবার খোলামেলা মন্তব্য করলেন নিজের স্বভাব, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং সন্তানদের গালি শেখানোর বিষয়ে। জানান, বাস্তবতা বুঝে সন্তানদের প্রথমেই শিখিয়েছেন গালি, কারণ বাংলাদেশে ‘গালি লাগে।’ বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নাম সংগীতাঙ্গনে একদমই অপরিচিত নয়। ক্যাসেট ও সিডির যুগে অডিও দুনিয়ায় একচেটিয়া রাজত্ব করা এই গায়ক এখনও সমানতালে গান গেয়ে চলেছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করেছেন নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে তার গাওয়া গানগুলোর অডিও ও ভিডিও; সবকিছুই পাওয়া যায় এক জায়গায়। সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের সামনে গান গাইতে দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন আসিফ। গত ২৮ আগস্ট ‘দি এ টিম’ ব্যান্ডসহ আমেরিকায় পা রাখেন তিনি। এরপর বিভিন্ন শহরে প্রবাসীদের জন্য গান পরিবেশন করেছেন। নিউইয়র্কভিত্তিক বাংলা গণমাধ্যম...