২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম নীলফামারীতে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া আলোচিত মামলার পলাতক আসামি মাসুদ রানাকে (৩৫) অবশেষে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। রবিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে র্যাব-১৩, সিপিসি-২-এর একটি বিশেষ দল সৈয়দপুর থানার হুকলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া মাসুদ রানা জেলার সদর উপজেলার কানিয়াল খাতা গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুদ রানা বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে কাজী অফিসে নিয়ে যায়। সেখানে একটি ভুয়া বিয়ে রেজিস্ট্রেশন বহিতে স্বাক্ষর করিয়ে নিজের স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রাখে। পরে প্রতারণার বিষয়টি জানাজানি হলে ওই নারী,নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারা ও দণ্ডবিধির প্রতারণার...