২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা আজ (২৯ সেপ্টেম্বর) এক বিশেষ পেশেন্ট ফোরাম আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হার্ট ডে ২০২৫ উদযাপন করেছে। এবছর ‘ডোন্ট মিস অ্যা বিট’ প্রতিপাদ্যের সাথে অনুষ্ঠানে হৃদরোগের প্রাথমিক শনাক্তকরণ, দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এবং উন্নত কার্ডিয়াক সেবা নিশ্চিতের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পেশেন্ট ফোরামে অংশ নেন এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের কো-অর্ডিনেটর ও সিনিয়র কন্সালটেন্ট ডা. এ. কিউ. এম. রেজা; সিনিয়র কন্সালটেন্ট অধ্যাপক ডা. মো: শাহবুদ্দিন তালুকদার; সিনিয়র কন্সালটেন্ট ডা. শামস মুনওয়ার; সিনিয়র কন্সালটেন্ট ডা. আতিকুর রহমান; সিনিয়র কন্সালটেন্ট ডা. তামজীদ আহমেদ; এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম)-এর ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা, সিনিয়র কনসালটেন্ট...