বরিশালের বানারীপাড়া উপজেলার চাঞ্চল্যকর কৃষকদল নেতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি তুহিন হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর সদস্যরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোয়েন্দা তৎপরতার ভিত্তিত্বে ওইদিন ভোরে বরিশাল র্যাব-৮ এর সদর কোম্পানী এবং র্যাব-৮’র ভোলা ক্যাম্পের সদস্যরা যৌথ আভিযান চালিয়ে ভোলার দৌলতখান থানার উত্তর জয়নগর এলাকায় আত্মগোপনে থাকা তুহিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তুহিন বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর গ্রামের মৃত সামসুল হক হাওলাদারের ছেলে ও সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ (৫৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি। তাকে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব সূত্রে আরও জানা গেছে, গত রবিবার (২৮ সেপ্টেম্বর) নিহত আব্দুল লতিফের স্ত্রী পারভীন বেগম বাদি হয়ে উপজেলার করফাকর গ্রামের তুহিন হাওলাদার তার শ্বশুড় দেলোয়ার হোসেন ঘরামীসহ...