বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে আগামী ৪ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে আলোচিত এ মামলাটির তদন্ত প্রতিবেদন পেছানো হলো ৮৯ বার।সোমবার (২৯ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালতের কাছে সময় আবেদন করে তদন্ত সংস্থা। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আগামী ৪ নভেম্বর নতুন এ দিন ধার্য করেন।আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে বলে সংশ্লিষ্টদের ধারণা।...