বাংলাদেশের শিল্পোন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। দেশের অর্থনীতিকে গতিশীল করতে এবং বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে বেপজার কার্যক্রম আজ একটি অনন্য উদাহরণ হিসেবে স্বীকৃত। প্রতিষ্ঠানটি শুধু বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে না, বরং কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক কল্যাণ এবং আধুনিক শিল্প অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের শিল্পখাতকে আরও সমৃদ্ধ করছে। বর্তমানে বেপজার অধীনে দেশের বিভিন্ন স্থানে একাধিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হয়েছে। এসব ইপিজেডে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে, যেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এসব ইপিজেড অর্থনৈতিক মুক্তির দ্বার খুলে দিয়েছে। বেপজার অন্যতম প্রধান দায়িত্ব হলো বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করে বেপজা প্রয়োজনীয়...