বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন জারি করে ১৪৪ ধারা। এর পর গত ২৮ সেপ্টেম্বর গুইমারা উপজেলায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষে অন্তত তিন জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় প্রশাসন। এসব ঘটনার প্রেক্ষিতে ‘দেখেন পাহাড়ি উপজাতিরা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভ্রান্ত ছড়াচ্ছে।…’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি খাগড়াছড়ির সাম্প্রতিক ইস্যুতে বাংলাদেশের কোনো পাহাড়ি ব্যক্তির নয়। একটি বিদেশী স্ক্রিপ্টেড ভিডিওকে বাংলাদেশি পাহাড়ি ব্যক্তির ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে Kalseng Sangma Page নামক ফেসবুক প্রোফাইলে গত ১৮ জুলাই প্রকাশিত আলোচিত ভিডিওর অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে...