খুলনার পাইকগাছায় ফেলে রাখা ৩৪ একর পতিত জমি। যেখানে ছিল আগাছা, বিষাক্ত সাপ পোকামাকড় আর ইঁদুরের অভয়ারণ্য। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খালের দুই পাড় পরিষ্কার করে গড়ে তুলেছেন আধুনিক কৃষি খামার। যেন এক অপূর্ব সবুজ প্রান্তর। বিভিন্ন দেশি-বিদেশি ফল-ফসলের স্বর্গরাজ্য। এমন অসাধ্যকে সাধন করে এলাকাটি সবুজ শস্যের বেষ্টনী তৈরি করেরছেন বিধান মন্ডল নামে এক অদম্য কৃষি উদ্যোক্তা। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে কৃষকসহ প্রকৃতি প্রেমিরা আসছন আধুনিক কৃষি খামারটি পরিদর্শনে। দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন খামাটির মধ্যে আর সেই দৃশ্য দেখে অভিভূত আশপাশের এলাকাবাসীও। ৮০ দশকে পাইকগাছায় লবণ পানির চিংড়ি চাষ শুরু হয়। অতি মুনাফার জন্য চিংড়ি চাষ দ্রুত ছড়িয়ে পড়ে সমস্ত উপজেলাব্যাপী। শুধুমাত্র দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারে ওঠাতে দেওয়া হয়নি লবণ পানি। এখানে নেই কোন চিংড়ি ঘের। এখানকার স্থানীয় মানুষ...