২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম “Don’t Miss a Beat”-হৃৎস্পন্দন থামলে থেমে যাবে জীবন, হারাতে দেবেন না একটিও স্পন্দন- বিশ্ব হার্ট দিবসের এবারের প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে হৃদ্রোগ প্রতিরোগ, চিকিৎসা, পুনর্বাসন ও গবেষণাধর্মী সংগঠন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা টাউনহল মাঠে র্যালী ও ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসক, রোটারি, ইনার হুইল ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণিপেশার লোকজন অংশ নেন। র্যালি শুরুর আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজক সংগঠন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, সুস্থ হৃদয় ছাড়া সুস্থ জীবন সম্ভব নয়। উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ধূমপান, অস্বাস্থ্যকর ও তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস, ব্যায়ামের অভাব ও মানসিক চাপ এসব...