যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’ গির্জায় এক বন্দুকধারী গুলি চালিয়ে অন্তত চারজনকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন আরও আটজন। আজ রোববার ওই গির্জায় প্রার্থনা চলাকালে গুলির এ ঘটনা ঘটে। পরে হামলাকারী গির্জাটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ অভিযুক্তকে গুলি করে হত্যা করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মিশিগানের পুলিশ প্রধান উইলিয়াম রেনি সাংবাদিকদের জানান, গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে (ডেট্রয়েট শহর থেকে প্রায় ৫০ মাইল উত্তরে) শত শত মানুষ গির্জায় উপস্থিত ছিলেন। এ সময় এক ব্যক্তি একটি চার-দরজা বিশিষ্ট পিকআপ ভ্যান গির্জার মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে গুলি চালানো শুরু করে। এক পর্যায়ে বন্দুকধারী গির্জায় আগুন লাগিয়ে দেয়। তিনি আরও জানান, ৯১১–এ ফোন আসার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রায় আট মিনিটের মধ্যে হামলাকারীকে হত্যা করে।...