সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। উপদেষ্টা ফরিদা আখতার জানান, পূজা উপলক্ষ্যে এ বছর এখন পর্যন্ত ভারতে রফতানি করা হয়েছে ১০৩ টন ইলিশ। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করেছে, সাড়ে ১২ ডলার। সে হিসাবে রফতানি মূল্য দাঁড়ায় ১৫ কোটি ৭৭ লাখ টাকা। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার কথাও জানান উপদেষ্টা৷...