হঠাৎ করেই কক্সবাজারে দেখা গেল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা কাজল আরেফিন অমি ও তার দলের পোস্ট করা ছবি ও রিলস দেখে দর্শকরা ভেবেছিলেন—তাহলে কি কাবিলা, পাশা, হাবু, নেহাল কিংবা জাকিররা সমুদ্রপাড়ে নতুন গল্প নিয়ে ফিরছেন? আসলে বিষয়টা অন্য রকম। নাটকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, ‘ব্যাচেলর ভাইব’ নামে বিশেষ একটি কনটেন্টের শুটিংয়ের জন্যই টিম কক্সবাজারে গিয়েছিল। অপ্পো এ সিক্স প্রো’র সৌজন্যে নির্মিত এই কনটেন্টের শুটিং চলে তিন দিন। এখানে প্রথমবারের মতো একজন নারী চরিত্রও যুক্ত হয়েছেন। আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বুম ফিল্মসের ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কনটেন্টটি মুক্তি পাবে। এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এখন প্রচারিত হচ্ছে। আট বছর আগে শুরু হওয়া এই ধারাবাহিকের সর্বশেষ সিজনের এপিসোড ইতোমধ্যে ৩০টির বেশি প্রচার হয়েছে বঙ্গ অ্যাপে। পাশাপাশি...