দেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষার্থীকে আধুনিক দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্য সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক ৪ ক্রেডিটের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) কোর্স চালু করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে কারিগরি সহায়তা দিচ্ছে আইসিটি বিভাগের অধীন এটুআই (অ্যাসপায়ার টু ইনোভেট) ও ইউনিসেফ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কলেজ পর্যায়ের স্নাতক (সম্মান) প্রোগ্রামের ৩১টি বিষয় ও অন-ক্যাম্পাসের ৪টি বিষয়ের প্রায় ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এই কোর্সে অংশ নেবে। কোর্সে থাকবে ৩ ক্রেডিট থিওরি ও ১ ক্রেডিট প্র্যাকটিক্যাল। আগামী বর্ষ থেকে স্নাতক (পাস) প্রোগ্রামের আরও ২ লাখ শিক্ষার্থী যুক্ত হলে প্রতিবছর মোট প্রায় ৫ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এই কোর্সের আওতায় আসবে। তবে, শিক্ষকের ঘাটতি ও পর্যাপ্ত কম্পিউটার ল্যাবের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।...