স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত রোববার অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে দুটি অ্যাপ বন্ধের বিষয়ে আলোচনা হয়। অ্যাপ দুটি হলো টেলিগ্রাম ও বোটিম। বৈঠক সূত্র বলছে, সেখানে আলোচনা হয় যে এই দুই অ্যাপ ব্যবহার করে ভারতে অবস্থানরত দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মীরা। ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার নেতা–কর্মীদের মুঠোফোন যাচাই করে এ তথ্য পাওয়া গেছে বলে বৈঠকে তুলে ধরা হয়। এ কারণে রাতে অ্যাপ দুটির গতি কমিয়ে দেওয়া এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বন্ধ করে দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। প্রশ্ন হলো, ইন্টারনেটভিত্তিক যোগাযোগের কোনো অ্যাপ কি বন্ধ করা সম্ভব? সেটা কি কোনো কার্যকর পন্থা? বিষয়টি নিয়ে তিনজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেছেন, এটা হাস্যকর চিন্তা। তথ্যপ্রযুক্তিবিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির প্রথম...