মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে ৪০ কোটি টাকা পাচারের অভিযোগে ধামশি করপোরেশনের নোমান চৌধুরীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থানায় সিআইডির পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। অভিযোগে আসামিদের বিরুদ্ধে ৪০ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম উদ্দিন জানান মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ২ বছরে ৩ হাজার ৭৮৭ জন ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণাপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করেসহ পাচার করা হয়েছে। তদন্ত শেষে মানিলন্ডারিংয়ের প্রতিরোধ আইনে এই মামলা করা হয়েছে।সিআইডি জানিয়েছে, অনুসন্ধানকালে জানা যায়, ধামশি করপোরেশনের নোমান চৌধুরীসহ অপরাপর অভিযুক্তরা মালয়েশিয়ায় পাঠানো প্রত্যেকের কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করে।৮৯ বার পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদনঅনুসন্ধানকালে আরও জানা যায়, আসামিরা ২০২২...