পুলিশ জানিয়েছে, রবিবার রাত ২টার দিকে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন অনন্তপুরা থানার অন্তর্গত দীপশ্রী বিল্ডিংয়ে তাদের চতুর্থ তলার ফ্ল্যাটে দুই ছেলে একাই ছিল। তাদের বাবা জিতেন্দ্র শর্মা, একজন কোচিং সেন্টারের শিক্ষক, একটি ভজন প্রোগ্রামে যোগ দিতে গিয়েছিরেন। অন্যদিকে তাদের মা অভিনেত্রী রীতা শর্মা মুম্বাইয়ে ছিলেন।আরো পড়ুন:‘প্রাক্তনকে নিয়ে বলতে গিয়ে আমার চোখে জল নেই, বুকও ব্যথা করছে না’গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন পাকিস্তানি অভিনেতা ফাহাদ? ‘প্রাক্তনকে নিয়ে বলতে গিয়ে আমার চোখে জল নেই, বুকও ব্যথা করছে না’ গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন পাকিস্তানি অভিনেতা ফাহাদ? কোটা সিটির পুলিশ সুপার তেজেশওয়ানি গৌতম জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল বলে সন্দেহ করা হচ্ছে; যার সূত্রপাত ড্রয়িং রুমে। পুলিশের প্রাথমিক ধারণা, আগুনে পোড়ার পরিবর্তে ঘুমন্ত দুই শিশু ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস নিতে পারেনি। ফলে তারা মারা গেছে।...