ঢাকাই সিনেমার এক অমলিন নাম প্রবীর মিত্র। চার দশকের বেশি সময় ধরে পর্দায় তিনি হয়ে উঠেছিলেন পিতৃসুলভ চরিত্রের মমতা, কঠোরতার প্রতীক কিংবা জীবনের ছায়াঘেরা বাস্তবতার প্রতিচ্ছবি। চলতি বছরের ৫ জানুয়ারি এই কিংবদন্তি অভিনেতা চিরবিদায় নিলেও তার আলো নিভে যায়নি। ঠিক সেই আলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই শুরু হলো নতুন এক যাত্রা— ‘অ্যাক্টর প্রবীর মিত্র’ নামে একটি ওয়েবসাইট। সাইটটিতে স্থান পেয়েছে তার শৈশব, বেড়ে ওঠা, অভিনয় ক্যারিয়ারের নানা অধ্যায় এবং অদেখা অনেক স্থিরচিত্র। যেন এক ডিজিটাল অ্যালবাম, যেখানে সিনেমার বাইরে অভিনেতা প্রবীর মিত্রর আরেকটি জীবন উঁকি দেয়।আরো পড়ুন:প্রেক্ষাগৃহে আসছে পপির সিনেমাবিজয়ের বাড়িতে বোমা আতঙ্ক সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের ঘোষণা দেন প্রয়াত নন্দিত অভিনেতার ছেলে মিথুন মিত্র। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “ইন্ডাস্ট্রি থেকে শুরু করে...