অন্তর্বর্তী সরকার উৎখাতে অন্য দেশের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদের ৬ দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন। মামুনুর রশীদকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের পরিদর্শক মো. আখতার মোর্শেদ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতকে তদন্ত কর্মকর্তা জানান, মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী রিমান্ডে স্বীকার করেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি নির্দিষ্ট দেশের গোয়েন্দা হিসেবে বাংলাদেশে আসেন তিনি। এসময়...