এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আরব দেশগুলোর কাছে নতুন পরিকল্পনা উত্থাপন করলেও মধ্যস্থতাকারীদের কাছ থেকে কোনো নতুন প্রস্তাব পায়নি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে তারা যে কোনো নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি বিমান হামলার পর থেকে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত রয়েছে। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠককে সামনে রেখে গাজায় যুদ্ধ অবসানের জন্য একটি চুক্তির দাবিতে সোমবার,ও তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি সমাবেশ করেছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হামলা অব্যাহত থাকায় গাজায় মৃতের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। সোমবার, ভোর থেকে গাজায় ৪০ জনকে হত্যা করেছে ইসরায়েল। অপুষ্টিতে মারা গেছে একটি শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর...