ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২১৭টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।তার বর্ণাঢ্য ক্যারিয়ারে রয়েছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের গৌরব। এই গ্রীষ্মে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন ওকস। স্লিংয়ে হাত ঝুলিয়ে ব্যাট করতে নামার সেই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে। এই চোটের কারণেই মূলত তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল। ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কী আগেই জানিয়েছিলেন যে, ওকস ‘আপাতত তাদের পরিকল্পনায় নেই’, যা কার্যত ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি নিশ্চিত করে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে ওকস লেখেন, ‘সেই মুহূর্তটি এসে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। ’ তিনি আরও...