ঢাকা: মানুষের মৃত্যুর তৃতীয় বৃহত্তম কারণ ফুসফুসের রোগ বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব ফুসফুস দিবসের সেমিনারে বক্তারা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগ ও চেস্ট এন্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশবিশ্ব যৌথভাবে ফুসফুস দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনারের আযোজন করে। এদিন সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক থেকে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। এরপর বৈজ্ঞানিক সেমিনারটি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও ডক্টরস অ্যাসোসিয়েশন...