রাজধানীর পল্লবী থানার সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রিফাত (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার বিকাল সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিফাত শরীয়তপুরের নুরিয়া উপজেলার উত্তর শালদোর গ্রামের মো. সাগর মিয়ার ছেলে। তিনি মিরপুরের ১২নং এলাকায় ভাড়া থাকতেন। নিহত রিফাতের মা ফাতেমা খাতুন বলেন, ‘আমার ছেলে একটি গার্মেন্টসে চাকরি করে। আজ বিকেলের দিকে বাসায় ফেরার পথে পল্লবী থানা সামনে অজ্ঞাতনামা তিন থেকে চারজন দুর্বৃত্ত আমার ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক...