গ্রুপপর্ব, সুপার ফোর এবং গতকাল ফাইনালে তিনবারের দেখায় পাকিস্তানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে ভারত। গতকাল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে রেকর্ড ৯ বার শিরোপা জিতে নেয় ভারত। পাকিস্তান টুর্নামেন্টে ষষ্ঠবার ফাইনালে খেলে চতুর্থবারের মতো হেরে যায়। এশিয়া কাপের সদ্য শেষ হওয়া আসরে বেশ কয়েকজন তারকা দাপট দেখিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান। বোলিংয়ে সবার সেরা ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ভারতের হয়ে ৭ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। এই চায়নাম্যান বোলার ওভারপ্রতি মাত্র ৬.২৭ করে রান খরচ করেছেন। ফাইনালে ৪ উইকেটসহ টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম করেছেন এই বোলার। সবমিলিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরেই ছিলেন কুলদীপ। বোলিংয়ে দ্বিতীয় অবস্থানে আছেন শাহিন শাহ আফ্রিদি। ৭ ম্যাচে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা ও সব মিলিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার তিনি।...