মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুল হক ওরফে আবু তাহের (৭০) ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢামেকের নতুন ভবনের নিউরো মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. ইসরাফিল বলেন, গত ৩১ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবু তাহের। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায়...