কদিন আগে যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটিই এখন বাস্তব রূপ পেল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার ক্রিস ওকস। মাস দুয়েক আগে কাঁধে পাওয়া চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন ওকস। এই চোট তাকে ছিটকে দিয়েছে সামনের অ্যাশেজ সিরিজ থেকেও। গত মঙ্গলবার তাকে ছাড়াই অ্যাশেজের দল ঘোষণার পর ইংল্যান্ডের ছেলেদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি পরিষ্কার জানিয়ে দেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় একদমই নেই ওকস। তার ক্যারিয়ারের ভবিষ্যতের চিত্রও ফুটে ওঠে তখন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সোমবার ইংল্যান্ডের হয়ে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ৩৬ বছর বয়সী ওকস। কাউন্টি ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। “সময় এসে গেছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এখনই সঠিক সময়।” “ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন...