জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকা শক্তিশালী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে আগে থেকেই টানাপোড়েন চলে আসছে। আগামী ফেব্রুয়ারিতে সরকার ঘোষিত নির্বাচন অনুষ্ঠান নিয়ে দল দুটির মধ্যে কোনো আপত্তি না থাকলেও নানা ইস্যুতে চলছে কথার বাগাড়ম্বর। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগবিরোধী দীর্ঘ দিনের মিত্র বিএনপি ও জামায়াত শক্তিরও প্রদর্শন করে চলেছে। জামায়াতকে উদ্দেশ করে বিএনপি বলছে, বাংলাদেশে দক্ষিণপন্থিদের উত্থান ঘটেছে। ধর্মীয় উগ্রবাদ ছড়ানো হচ্ছে। সব বিশ্ববিদ্যালয়সহ গোটা প্রশাসন জামায়াতের নিয়ন্ত্রণে। এছাড়া নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি, এর আলোকে পিআর পদ্ধতিতে ভোট এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিপক্ষে তাদের অনড় অবস্থা বারবার স্পষ্ট করছে দলটি। এসব ইস্যুতে কয়েকটি ধর্মভিত্তিক দল নিয়ে একাট্টা হয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক অস্থিরতা তৈরি ও নির্বাচন বানচালের পাঁয়তারা করছে; ডাকসু-জাকসু নির্বাচনের মতো জাতীয়...