উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন জানান, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৭১ জন, আগস্ট মাসে ৫৯ জন এবং সেপ্টেম্বর মাসে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আক্রান্তদের মধ্যে জুলাই মাসের ৭১ জন রোগীর মধ্যে একজন রোগী ডেঙ্গুর পাশাপাশি নানান রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি আরও জানান, রোগীদের দ্রুত সেবা দিতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা প্রস্তুত রয়েছে। তবে রোগীর তুলনায় চিকিৎসক ও কর্মী সংখ্যা কম থাকায় চিকিৎসা সেবা দিতে আমরা একটু হিমশিম খেয়ে যাচ্ছি। ভর্তি রোগী গিয়াস উদ্দিন জানান, আমি প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতাল এসে ভর্তি হই। তারপরে ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ আসে। বিভিন্ন...